বাংলায় আরও একটি বন্দে ভারত  এক্সপ্রেস; এবারের গন্তব্য বিহার 

হাওড়া-পুরী, হাওড়া-নিউ জলপাইগুড়ির পর রাজ্যে ফের একটি বন্দে ভারত। এবারের গন্তব্য বিহার। রেল সূত্রে খবর, খুব শীঘ্রই হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে। হাওড়া থেকে পটনা আবার পটনা থেকে জোসিডি, আসানসোল হয়ে হাওড়া ছুটবে এই নতুন বন্দে ভারত।

জানা গিয়েছে, শনিবার ট্রায়াল রান করবে ট্রেনটি। ট্রায়াল রানের জন্য শনিবার সকাল ৮টা নাগাদ পাটনা থেকে ট্রেনটি ছাড়বে। ট্রেনটি দুপুর ১২ টা ১৫ নাগাদ আসানসোল এবং দুপুর আড়াইটা নাগাদ হাওড়া পৌঁছে যাবে। আবার হাওড়া থেকে দুপুর ৩ টে ৫৫ নাগাদ ট্রেনটি ছাড়বে এবং পাটনা পৌঁছবে রাত ১০ টা ৩৫ নাগাদ। অর্থাৎ হাওড়া থেকে পাটনা বা পাটনা থেকে হাওড়া পৌঁছতে সব মিলিয়ে সাড়ে ছয় ঘন্টা

যদিও ট্রেনটি সপ্তাহে কদিন চলবে, হাওড়া থেকে পাটনা ভাড়া কত হবে? সে সব নিয়ে কোনও রকম তথ্য এখনও বাইরে বেরোয়নি।

Comments are closed.