উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্স। কালিম্পঙেও বৃষ্টি শুরু হয়েছে। আলিপুরদুয়ারে রাতে বৃষ্টি হলেও সকাল থেকে পরিষ্কার আকাশ। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে বাংলার ওপর দিয়ে নিম্নচাপ রেখা সরে যাওয়ার, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা কমেছে। উপকূলের জেলাগুলো বাদ দিলে বাকি জেলাগুলোতে কার্যত বৃষ্টির কোনও সম্ভবনা নেই। দিনভর মেঘলা আকাশ থাকবে ক’দিন। সেই সঙ্গে মাঝে মধ্যে দু’এক পশলা বৃষ্টি হবে। তবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভবনা কার্যত নেই। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অদ্রতাজনিত অস্বস্তি থাকছেই। বৃষ্টি কমে যাওয়ার কারণে সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে।
উল্লেখ্য, আবহাওয়াবিদদের মতে, এবারে দক্ষিণবঙ্গে রেকর্ড পরিমাণ বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে। প্রায় রোজই দু’এক পশলা করে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির দেখা নেই কার্যত।
Comments are closed.