৬ বছরে ৬০ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন; নতুন নজির গড়ল রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী 

ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসীর জন্য একগুচ্ছ প্রকল্প এনেছে মমতা নেতৃত্বাধীন সরকার। রাজ্য সরকারের প্রকল্পগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় স্বাস্থ্যসাথী প্রকল্প। পরিষেবা প্রদানের দিক থেকে এবার নতুন নজির গড়ল স্বাস্থ্যসাথী। গত ৬ বছরে রেকর্ড সংখ্যক মানুষ উপকৃত হয়েছেন রাজ্যের এই প্রকল্পের দ্বারা।

পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে, ২০১৭ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে মোট ৬০ লক্ষ মানুষ সম্পূর্ণ বিনামুল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছে। এবং যার জন্য রাজ্যের খরচ হয়েছে প্রায় ৯ কোটি টাকা।

ক্যানসারের মতো গুরুতর অসুখ কিংবা অন্যকোনও শরীর খারাপ। প্রকল্প অনুযায়ী সব চিকিৎসাই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় পড়ছে। সরকরি হাসপাতাল তো বটেই প্রাইভেট নার্সিংহোমগুলোতেও যাতে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে উপযুক্ত পরিষেবা পাওয়া যায়, তা নিয়ে কড়া নজর রেখেছে স্বাস্থ্য দফতর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে একাধিকবার এ নিয়ে বার্তা দিয়েছেন। সব মিলিয়ে পরিসংখ্যান অনুযায়ী, ফের একবার নতুন মাইল ফলক ছুঁল স্বাস্থ্যসাথী প্রকল্প।

Comments are closed.