বেসরকারি স্কুলগুলো লাগাম ছাড়া বেতন নেওয়া রুখতে একটি কমিটি গঠনের পরিকল্পনা ছিল রাজ্যের। সোমবার এই বিষয়ক একটি বিল পাস করল রাজ্য মন্ত্রিসভা। ওই বিলে সাফ বলা হয়েছে, বেসরকারি স্কুলগুলোর বেতন কাঠামো বেঁধে দেওয়া হবে। এবং এই কাজটি করবে একটি কমিশন। ওই কমিশনই নির্ধারণ করবে বেসরকারি স্কুলের ছাত্রী ছাত্রীদের থেকে সর্বচ্চ কত বেতন নেওয়া হবে। স্কুলগুলো ইচ্ছে মতো বেতন বাড়াতে পারবে না। এমনকী বেতন সংক্রান্ত অভিভাবকদের কোনও অভাব অভিযোগ থাকলে তা ওই কমিটির কাছেই জানানো যাবে। এবং কমিটিই সব দিক খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেবে।
শিক্ষা দফতর সূত্রে খবর, যে কমিটি তৈরি হবে তার শীর্ষ পদে থাকবে হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি। রাজ্য সরকারই এই বিচারপতিকে নিয়োগ করবে। কমিশনের বাকি সদস্যদের মধ্যে থাকবেন রাজ্যের স্কুল শিক্ষা কমিশনার, রাজ্যের শিক্ষা সংক্রান্ত গবেষণা এবং প্রশিক্ষণ পরিষদ এসসিইআরটির অধিকর্তা, রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এবং দু’জন শিক্ষাবিদ।
Comments are closed.