সোমবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। আগামী তিন দিন জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যার জেরে আদ্রতা জনিত অস্বস্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা ভাগলপুর, মালদা, মিজরাম হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের ওপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরেই আগামী কয়েকদিন বৃষ্টি হবে বলে জানানো হচ্ছে।
ঘূর্ণাবর্তের জেরে উপকূলের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই তিন দিন মৎসজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। এছাড়াও বাকি জেলাতেও বজ্রবিদুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। টানা বৃষ্টির জেরে তাপমাত্রাও বেশ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
Comments are closed.