পাশেই ট্রাম ডিপোতে সরিয়ে নিয়ে যাওয়া হোক ধর্মতলার বাস টার্মিনাস; প্রস্তাব বাস মালিকদের

কলকাতা হাইকোর্টের নির্দেশে, ধর্মতলা থেকে সরিয়ে ফেলতে হবে বাস টার্মিনাস। সেই নির্দেশ কার্যকর করতে উদ্যোগ নিয়েছে পরিবহন দফতর। ধর্মতলার বিকল্প হিসেবে কোথায় বাস টার্মিনাস সরিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়েও একাধিবার বৈঠক হয়েছে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে। এর মধ্যেই বাস মালিকদের সংগঠনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, ধর্মতলায় বাস টার্মিনাস সরিয়ে পাশেই ট্রাম ডিপোতে তা করা হোক। সম্প্রতি পরিবহন দফতরে এমনই প্রস্তাব জমা পড়েছে বলে খবর।

গত ৭ আগস্ট পরিবহন দফতরের কর্তারা বিষয়টি নিয়ে বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, ওই বৈঠকে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বাস ডিপোগুলো নিয়ে আলোচনা হয়। যদিও পরিবহন দফতরের কর্তাদের প্রস্তাবে রাজি হয়নি বাস মালিকরা। বাস মালিকদের বক্তব্য, শহরের বিভিন্ন প্রান্ত বা শহরতলি থেকে আসা বাসগুলো প্রাণকেন্দ্র ধর্মতলাতেই যাত্রী ওঠানামা করায়। এবার সেই ধর্মতলা থেকেই বাসটার্মিনাস সরিয়ে নেওয়া হলে যাত্রীরা ভোগান্তির মুখে পড়বে। চূড়ান্ত অসুবিধায় পড়বে বাসগুলোও। সব দিক বিচার করেই বাস মালিকদের সংগঠন, সিটি সাবারবান বাস সার্ভিসেসে’র তরফে বিকল্প হিসেবে পুরোনো বাস টার্মিনাসের কার্যত লাগোয়া ট্রাম ডিপোতে টার্মিনাস সরিয়ে নিয়ে যাওয়া প্রস্তাব দেওয়া হয়েছে।

Comments are closed.