দ্বিতীয় হুগলি সেতুর সংস্কার; নভেম্বরের শুরুতেই কাজ শুরু হতে পারে, যান চলাচল নিয়ে বিকল্প ভাবনা 

আগেও বেশ কয়েক বার দ্বিতীয় হুগলি সেতুর সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। এবার জানা গেল, শেষ মুহূর্তে কোনও পরিবর্তন না হলে নভেম্বর মাসের শুরুতেই দ্বিতীয় হুগলি ব্রিজ সংস্কারের কাজ হবে। প্রথমে ঠিক হয়েছিল, পুজোর আগে সংস্কারের কাজে হাত দেওয়া হবে। তবে সে ক্ষেত্রে পুজোর সময় শহরের যানবাহনের চাপ বেড়ে যায়। এদিকে দ্বিতীয় হুগলি সেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। তাই ওই সময়ে সংস্কারের কাজ হলে বড়সড় যানজটের সম্ভবনা তৈরি হবে। সব দিক ভেবেই পুজোর মাস মেটার পরই সংস্কারের কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই এ নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, পূর্ত দফতরের আধিকারিক এবং কয়েকজন শীর্ষ স্থানীয় পুলিশ কর্তা বৈঠক করেছেন। সেখানে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, ছয় লেনের সেতুর দুই লেন বন্ধ রেখে সংস্কারের কাজ হবে। বাকি অংশ দিয়ে গাড়ি চলাচল করবে।

হুগলি রিভার ব্রিজ কমিশনার্স’ -এর তত্ত্বাবধানে জার্মানির একটি সংস্থা এই ব্রিজের নকশা তৈরি করেছিল। তাদের নজরদারিতেই সংস্কারের কাজ হবে বলে খবর। কারণ ওই সংস্থা সেতুর সমস্ত খুঁটিনাটি জানে। তাই তাদেরকেই কাজের বরাত দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত খবর, সংস্কারের কাজে ১৬৩ কোটি টাকা খরচ হতে পারে। প্রয়োজনে বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ানোও হতে পারে।

Comments are closed.