প্রকাশিত উচ্চ প্রাথমিকের মেধা তালিকা, এখন শুধু হাইকোর্টের মান্যতার অপেক্ষা 

মঙ্গলবারই জানা গিয়েছিল, উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘ ৯ বছর পর অবশেষে তা প্রকাশিত হল। বুধবার রাতে এই মেধাতালিকা প্রকাশ করেছে এসএসসি। ২০১৪ সালের বিজ্ঞপ্তিতে যাঁর পরীক্ষা দিয়েছিলেন, এদিন তাঁদেরই মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এতদিনের অপেক্ষা শেষে মেধাতালিকা প্রকাশ পাওয়ায় খুশি চাকরি প্রার্থীরাও।

টেটে প্রাপ্ত নম্বর, ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে প্রার্থীদের নামের পাশে আলাদা আলাদা করে নম্বর দেওয়া হয়েছে মেধাতালিকায়। তবে প্রার্থীরা জানাচ্ছে, এই মেধাতালিকা প্রকাশিত হওয়া মানেই কিন্তু চাকরি পাওয়া নয়। ৩০ আগস্ট এই মেধাতালিকা সংক্রান্ত একটি মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। হাইকোর্ট এই মেধাতালিকাকে মান্যতা দিলে তবেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে এসএসসি।

মেধা তালিকা প্রকাশের দাবিতে এতদিন আন্দোলন করেছে প্রার্থীরা। মাঝে ২০১৯ সালে একবার মেধাতালিকা প্রকাশ করে এসএসসি। কিন্তু তাতে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। যার জেরে সে সময়ে উচ্চ প্রাথমিকের মেধাতালিকা বাতিল করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ মেনে আগস্ট মাসে প্রার্থীদের নতুন করে ইন্টারভিউ নেয় এসএসসি। এর পরে ফের একবার নতুন করে মেধাতালিকা প্রকাশ করল এসএসসি।

Comments are closed.