যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। এখনও একাধিক পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। ছাত্র মৃত্যু নিয়ে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। রাজভবন সূত্রে খবর, এবার ইসরোর চেয়ারম্যানের কাছেও র্যাগিং রুখতে কীভাবে প্রযুক্তিকে ব্যবহার করা যায় তা জানতে চাইলেন রাজ্যপাল।
জানা গিয়েছে, ছাত্র মৃত্যুর ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন রাজ্যপাল। শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ই নয় যাতে রাজ্যের সবকটি কলেজ ইউনিভার্সিটিতে ‘র্যাগিং সংস্কৃতি’ বন্ধ হয়, তার জন্য পদক্ষেপ করতে চাইছেন রাজ্যপাল। এবং এই কাজে প্রযুক্তির ব্যবহার চাইছেন আনন্দ বোস। চন্দ্রযান ৩-এর সাফল্য নিয়ে ইসরোর চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন রাজ্যপাল। সেই প্রসঙ্গেই বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সাহায্যে র্যাগিং কীভাবে রোখা যায়, সে বিষয়ে ইসরোর চেয়ারম্যানের কাছে পরামর্শ চান।
এদিকে যাদবপুরের মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্যের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকেও র্যাগিং-এর অভিযোগ ওঠে এসেছে। ভিন রাজ্যেও র্যাগিং-এর বলি হয়েছেন বাংলার পড়ুয়ারা। সব মিলিয়ে নতুন পড়ুয়ারা র্যাগিং-এর জেরে সন্ত্রস্ত।
Comments are closed.