শুক্রবার শুরু দুয়ারে সরকার, মিলবে নতুন চারটি প্রকল্পের সুবিধা 

রাত পোহালেই রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে প্রকল্প শিবির। জানা গিয়েছে, দুটি পর্যায়ে এক মাস ধরে চলবে শিবির। প্রথম পর্যায়ে ১ থেকে ১৫ সেপ্টেম্বর।বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন নেওয়া হবে দুয়ারে সরকার শিবিরগুলিতে। এবং ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করা হবে।

সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার শিবির থেকে মোট ৩৫টি প্রকল্পের সুবিধা পাবে রাজ্যের সাধারণ মানুষ। এছাড়াও এবারের ক্যাম্প থেকে বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা, উদ্যম পোর্টালে নথিভুক্তকরণ এবং হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের তালিকাভুক্ত করা হবে। এবারের শিবির থেকে এই চারটি নতুন প্রকল্পকে যুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ এর ডিসেম্বরে প্রথম বারের জন্য রাজ্যে দুয়ারে সরকার শিবির শুরু হয়। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ৯.৬৫ কোটির বেশি মানুষ শিবিরগুলো থেকে পরিষেবা পেয়েছেন। রাজ্যের এই প্রকল্প রাষ্ট্রপতির কাছে পুরস্কারও পেয়েছে।

Comments are closed.