বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের, শনি ও রবি দক্ষিণবঙ্গে বৃষ্টি! পূর্বাভাস আবহাওয়া দফতরের 

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় সব জেলাতেই। তবে উপকূলের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে যেটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। যা থেকে তৈরি হতে পারে নিম্নচাপ। যার জেরে আগামী সপ্তাহের কয়েকদিন বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে খবর।

তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। উপরের দিকে জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

লাগাতার বৃষ্টি শুরু হলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কমবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে।

Comments are closed.