২৪ ঘন্টার মধ্যে প্রাক্তনীদের হোস্টেল খালি করতে হবে, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পদক্ষেপ করতে বলল হাইকোর্ট 

২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের হোস্টেল খালি করে দিতে বলুন। মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এমনটাই বলল কলকাতা হাইকোর্ট। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় একটি জনস্বার্থ মামলায় এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, কর্তৃপক্ষকে হস্টেলের প্রতিটি রুমে গিয়ে গিয়ে বলতে হবে ঘরখালি করার কথা।

যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তৃণমূলের ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা। সেই মামলাতেই এদিন এমনটা নির্দেশ দেন হাইকোর্টের প্রধান বিচারপতি।

গত ৯ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু হয়। র‌্যাগিংয়ের জেরে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। ঘটনা প্রকাশ্যে আসার পর তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে। হাইকোর্টে বেশ কয়েকটি মামলাও দায়ের হয়েছে।

উল্লেখ্য, সোমবার মৃত ছাত্রের পরিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন। ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি হবে বলে পরিবারকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মৃত ছাত্রের মা’কে রাজ্য সরকার একটি চাকরি দেবে এবং নিহত ছাত্রের ভাইয়ের পড়াশোনার খরচের দায়িত্ব রাজ্য নেবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Comments are closed.