কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে উপচার্য নিয়োগকে ঘিরে ফের একবার নবান্ন বনাম রাজভবন সংঘাত তুঙ্গে উঠেছে। মঙ্গলবার শিক্ষক দিবসের এক অনুষ্ঠান থেকে এবার রাজ্যপালকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন সরাসরি হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে দরকারে রাজভবনের সামনে ধরনায় বসব।
শিক্ষক দিবস উপলক্ষ্যে শিক্ষা দফতরের তরফে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান থেকেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, এখন আমাদের এখানে বসে আছেন এক রাজ্যপাল। যিনি বলছেন একা কলেজ দেখবেন, বিশ্ববিদ্যালয় দেখবন। কখনও শুনেছেন মধ্যরাতে উপাচার্য বদল হয়ে গিয়েছে। রাতারাতি প্রাক্তন আইপিএস, প্রাক্তন বিচারপতিকে এনে বসিয়ে দিয়েছে। নিজের জমিদারি মনে করে যা খুশি তাই করছে। এখানেই থামেননি তৃণমূল নেত্রী। আক্রমণের সুর আরও চিড়িয়ে বিশ্ববিদ্যালয়গুলোর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আপনি যা করছেন, তা যদি কোনও কলেজ বিশ্ববিদ্যালয় শুনে চলে আমি অর্থনৈতিক বাধা সৃষ্টি করব। দেখি উপাচার্যকে কী করে মাইনে দেন। অধ্যাপক, শিক্ষকদের কী করে মাইনে দেন দেখব। এখানে টিট ফর ট্যাট।
Comments are closed.