জি-২০ শীর্ষ সম্মেলনে রাষ্ট্রনেতাদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছে রাষ্ট্রপতি ভবন। রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের প্রধানদেরও ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। ৯ সেপ্টেম্বর রয়েছে সেই নৈশভোজ। নবান্ন সূত্রে খবর, রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে নৈশভোজে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, শনিবারই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। এরপর রবিবার দুপুরে কলকাতায় ফিরে আসবেন তিনি। তৃণমূল নেত্রী ছাড়াও বিরোধী শিবিরের অন্যান্য নেতানেত্রীদের মধ্যেও অনেকে নৈশভোজে উপস্থিত থাকতে পারেন। এছাড়াও এই নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও উপস্থিত থাকার কথা। তাঁর সঙ্গে আলাদা করে মুখ্যমন্ত্রীর কথা হতে বলে মনে করা হচ্ছে।
এদিকে রাষ্ট্রপতির ওই নৈশভোজের আমন্ত্রণ পত্র ঘিরে সরগরম দেশের রাজনীতি। সেই আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার জায়গায় লেখা হয়েছে প্রেসিডেন্ট অব ভারত। যা নিয়ে বিরোধীদের অভিযোগ, দেশের নাম পাল্টে ফেলতে চাইছে বিজেপি। এদিকে পাল্টা দেশের নাম ভারতকে সমর্থন জানিয়েছে আসরে নেমেছে একঝাঁক বিজেপি নেতা। মঙ্গবারের পর বুধবারও প্রধানমন্ত্রীর বিদেশ সফরের একটি নথিতেও প্রাইম মিনিস্টার অব ভারত কথাটা লেখা রয়েছে ইন্ডিয়ার জায়গায়। যা নিয়ে বিরোধীরা ফের একবার সরব হয়েছে।
Comments are closed.