যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের নিহত পড়ুয়ার পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্বাস্থ্য দফতরে চাকরি পেলেন নিহত পড়ুয়ার মা। মঙ্গলবারই তাঁর হাতে নিয়োগ পত্র তুলে দেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
কয়েকদিন আগেই নিহত ছাত্রের মা বাবা নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। মুখ্যমন্ত্রী নিজে থেকে চেয়েছিলেন পড়ুয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে। দেখা করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তৃণমূল নেত্রী। জানিয়েছিলেন পড়ুয়ার মা’কে একটি চাকরি দেওয়া হবে এবং তার ভাইয়ের পড়াশোনার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। সেই মতোই পরিবারকে দেওয়া কথা রাখলেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, ছাত্র মৃত্যুর এক মাস পর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের কাছে অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে। তাতে পড়ুয়ার পরিবারের করা র্যাগিং-এর অভিযোগকেই মান্যতা দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যু নিয়ে এখনও সরগরম রাজ্য রাজনীতি।
Comments are closed.