দক্ষিণবঙ্গে ফিরবে অস্বস্তি, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, আর যা জানাল হাওয়া অফিস? 

পূর্বাভাস মেনে গত কয়েকদিন বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। যার জেরে প্যাচেপ্যাচে গরমের হাত থেকে অনেকটাই রেহাই পেয়েছিল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে ফের একবার গরমের অস্বস্তি ফিরছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনটাই বলছে। যদিও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন মূলত মেঘলা আকাশ থাকবে। সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি।

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ কোথাও লাগাতার বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দু’এক পশলা বৃষ্টি হলেও রবিবারের পর সেই সম্ভাবনাও কমবে। যার ফলে অদ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে। বৃষ্টির অভাবে তাপমাত্রাও সামান্য বাড়বে।

মঙ্গলবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা পর্যায়ক্রমে বাড়বে থাকবে। শনিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।

Comments are closed.