বিতর্কের শুরু রাষ্ট্রপতির নৈশভোজের আমন্ত্রণ পত্র ঘিরে। প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার জায়গায় লেখা ছিল প্রেসিডেন্ট অব ভারত। অন্য দেশকে পাঠানো পুস্তিকা, সাংবাদিকদের প্রবেশপত্র, সবেতেই দেশের নাম ইন্ডিয়ার-র পরিবর্তে ‘ভারত’ লেখা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের বিজ্ঞপ্তিতেও তাই। শনিবার জি-২০ সম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রীর টেবিলের সামনেও ইন্ডিয়ার পরিবর্তে শুধু ভারত লেখা ফলকও দেখা গেল। যা থেকে ওয়াকিবহাল মহলের অনেকের মতে, নাম বিতর্কের মধ্যে এবার কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের অবস্থান স্পষ্ট করলেন।
শনিবার দিল্লির প্রগতি ময়দানের ‘ভারত মণ্ডপমে’ জি-২০ সম্মেলন শুরু হয়েছে। জি-২০ সম্মেলন ঘিরে রাজধানীতে উপস্থিত রয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন বিন আবদুলাজিজ আল সৌদ-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা উপস্থিত হয়েছেন।
Comments are closed.