লক্ষ্য রাজ্যের জন্য বিনিয়োগ। পাঁচ বছর পরে বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ দমদম বিমান বন্দরে পৌঁছান মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের নিজের সফরসূচি জানান তিনি। এদিন প্রথমে দুবাই যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে ১৮ ঘন্টার বিরতি। দুবাই থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, প্রথমে স্পেনে যাবেন মুখ্যমন্ত্রী। মাদ্রিদ, বার্সেলোনা শহরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানকার ফুটবল ক্লাব ও বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়াও কয়েকজন প্রবাসী বাঙালির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
সোমবারও সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনি পাঁচ বছর পর বিদেশ যাচ্ছেন। এতদিন কেন্দ্রের অনুমতি মেলেনি। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও যাচ্ছেন। জানা গিয়েছে, বিদেশ সফর গিয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সফরের খুঁটিনাটি জানাবেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.