দুবাই বিমানবন্দরে হঠাৎ দেখা শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে, বাণিজ্য সম্মেলনে আসার আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী
১২ দিনের বিদেশ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার দু’বাই বিমানবন্দরে অপেক্ষা করছিলেন মাদ্রিদে যাওয়ার প্লেনের জন্য। সেই সময় হঠাৎ শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে দেখা হল মুখ্যমন্ত্রীর। তৃণমূলনেত্রীকে দেখে ডেকে নেন রাষ্ট্রপতি বিক্রমাসিংহ। দু’জনের বেশ কিছুক্ষণ কথাও হয়। চলতি বছরে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, মমতা ব্যানার্জিকেও শ্রীলঙ্কা আসার আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ-এর কথা নিজের ফেসবুকে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। মাদ্রিদ যাওয়ার আগে দুবাইয়ের হোটেলে থাকাকালীন একটি ছবিও এঁকেছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তা ভাইরাল।
উল্লেখ্য, বাণিজ্য সম্মেলনে লগ্নি টানার লক্ষ্যেই ১২ দিনের স্পেন সফরে রওনা দিয়েছেন তৃণমূল নেত্রী। স্পেনে বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে। এছাড়াও বেশ কয়েকজন প্রবাসী বাঙালি শিল্পপতির সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.