ঢেলে সাজানো হবে গঙ্গার দুই পাড়; নদীতে চলবে দূষণহীন জলযান 

গঙ্গার দুই পাড়কে ঢেলে সাজানো হবে। সেই সঙ্গে জলে দূষণহীন যান চালানোরও পরিকল্পনা রয়েছে। গঙ্গার দুই পাড় মূলত স্থানীয় সংস্কৃতিকে থিম করে সাজিয়ে তোলা হবে। পাশাপাশি প্রচুর গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় জল পরিবহনকে আরও উন্নতমানের করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিউটাউনে একটি অনুষ্ঠানে সম্প্রতি রাজ্যের এই পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবহনমন্ত্রী স্নেহশিস চক্রবর্তী। আধুনিক জল যানের পাশাপাশি আধুনিক জেটিও তৈরি হবে। জেটিগুলোতে থাকবে চার্জিং স্টেশনও। নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে জল পরিবহন সংক্রান্ত একটি অনুষ্ঠান ছিল। সেখানে পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও উপস্থিত ছিলেন।

এদিন পুরমন্ত্রী বলেন, স্থানীয় পুরসভাগুলোকে উদ্যোগী হতে হবে নতুন জেটিঘাট রক্ষণাবেক্ষণে। পরিবেশের কথা মাথায় রেখেই ই-ভেসেল নামানোর উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি গঙ্গার দু’ধারে গাছ লাগানো হবে। পুরমন্ত্রীর ঘোষণা, কলকাতা শহরে ১ কোটি গাছ লাগানো হবে।

Comments are closed.