বুধবার রাত ৯ টার কিছু আগে ইডি দফতর থেকে বেরোলেন অভিষেক ব্যানার্জি। আর বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তদন্তকারী সংস্থাকেই একহাত নিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। তিনি এদিন সাফ বলেন, যা যা প্রশ্ন করা হয়েছে, তার প্রয়োজন মতো জবাব দেওয়া হয়েছে। আবার ডাকলে তিনি আবার আসবেন বলেও জানান। তার পরেই অভিষেক ব্যানার্জির দাবি, জিজ্ঞাসাবাদের নির্যাস আগে শূন্য ছিলই। এখন মাইনাস ২।
তৃণমূল সাংসদের স্পষ্ট বার্তা, ২৪ ঘণ্টা কেন, ৪৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলেও আমার কিছু যায় আসে না। আবার ডাকলে আবার আসব। কিন্তু এটা মনে রাখবেন, বাংলার মানুষ দিল্লির কাছে মেরুদন্ড বিক্রি করে না। আগামীকাল হাইকোর্টে মামলার শুনানি রয়েছে। সেখানে বিচারপতির সামনে তাঁর বয়ান পেশ করা হোক বলেও দাবি করেন অভিষেক ব্যানার্জি।
এদিন ফের একবার বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেন অভিষেক ব্যানার্জি। বলেন, ধৃপগুড়ি উপনির্বাচনের ফলাফলে ভয় পেয়েছে বিজেপি। তাই এসব করছে বিজেপি।
Comments are closed.