বাংলায় ফুটবল অ্যাকাডেমি তৈরি করবে লা লিগা; মাদ্রিদ থেকে জানালেন মুখ্যমন্ত্রী 

১২ দিনের বিদেশ সফরে স্পেনের রাজধানী মাদ্রিদে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সফরের প্রথম দিনেই লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজ়ের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই বৈঠকে হাজির ছিলেন সৌরভ গাঙ্গুলিও। 

প্রথম বৈঠকই ফলপ্রসূ হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। লা লিগার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে। বাংলায় ফুটবল অ্যাকাডেমি তৈরি করবে লা লিগা। এখানেই তৈরি হবে ফুটবল অ্যাকাডেমি। এই পদক্ষেপের জেরে বাংলার ফুটবলের পরিকাঠামোগত উন্নয়নই শুধু হবে না। ভবিষ্যতে বাংলা থেকেও মেসি, রোনাল্ডোর মতো বিশ্বমানের খেলোয়াররা উঠে আসবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। 

শুধু ক্রীড়া ক্ষেত্রই নয়, বাণিজ্য সম্মেলনে উপস্থিত থেকে স্পেনের শিল্পতিদেরও বাংলায় বিনিয়োগের আবেদন করেন মুখ্যমন্ত্রী। শিল্পপতিদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসারও আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। 

Comments are closed.