বাংলায় আসুন, বিনিয়োগ করুন, বাংলা আপনাদের খালি হাতে ফেরাবে না: মমতা 

শিল্পের বিনিয়োগ টানতে স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি। প্রতিটি বৈঠক থেকেই বাংলায় বিনিয়োগের জন্য আহবান জানাচ্ছেন। মঙ্গলবার বার্সেলোনায় বাণিজ্য সম্মেলন থেকেও শিল্পতিদের বোঝালেন বিনিয়োগের আদর্শ স্থান হিসেবে কেন বাংলাকেই বেছে নেওয়া উচিত।

ধর্মঘটের অবসান, দক্ষ শ্রমিকের যোগান, সরকারের নিজেস্ব জমির ম্যাপ, একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ রাজ্যের মানুষকে বিভিন্ন সরকারি সুবিধা প্রদান। রাজ্যে বিনিয়োগের আহ্বান জানাতে গিয়ে এদিন প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলায় বিনিয়োগ করলে তা শুধু মাত্র রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। একাধিক দেশের সঙ্গে বর্ডার ভাগ করে পশ্চিমবঙ্গ। বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমারের মতো দেশগুলোর সঙ্গে খুব সহজেই যোগাযোগ করা যাবে বাংলার মধ্য দিয়ে।

এদিন উপস্থিত শিল্পপতিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, আপনারা বাংলায় আসুন। বিনিয়োগ করুন। কথা দিচ্ছি বাংলা আপনাদের খালি হাতে ফেরাবে ন।

 

Comments are closed.