পুজোর আগে রাজ্য সরকারের জন্য সুখবর। বিশ্বব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ পাচ্ছে মমতা ব্যানার্জির প্রশাসন। নবান্ন সূত্রে খবর, ৩২০০ কোটি টাকা ঋণ পাবে রাজ্য সরকার। যা মূলত রাস্তা এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়নের কাজে খরচ করা হবে।
প্রশাসনিক মহল সূত্রে খবর, পঞ্চায়েতে উন্নয়নের পাশাপাশি সড়ক পথ এবং সেই সঙ্গে জলপথে পরিবহন ব্যবস্থাকেও ঢেলে সাজানো হবে বলে খবর। যদিও নবান্নের একটি সূত্রে দাবি, এই টাকা কোন খাতে কত খরচ করা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।
রাজ্যের শাসক দল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে কেন্দ্রের বিরুদ্ধে। ১০০ দিনের টাকা সহ একাধিক খাতে রাজ্যকে টাকা দিচ্ছে না কেন্দ্র। যা নিয়ে অক্টোবর মাসে ২ ও ৩ তারিখ দিল্লিতে ধর্না দেবে তৃণমূল। এর মধ্যেই মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছিলেন দিল্লির সাহায্য ছাড়াই বাংলার পরিকাঠামো উন্নয়ন করবে রাজ্য সরকার।
গত বাজেট অধিবেশনে বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় ‘রাস্তাশ্রী’ নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পের আওতায় ১১,৫০০ কিমি রাস্তা তৈরি হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে। নতুন রাস্তা তৈরির পাশাপাশি পুরোনো রাস্তা মেরামতির কাজও হবে। পুরো প্রকল্পের জন্য বাজেটে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মনে করা হচ্ছে বিশ্বব্যাঙ্ক থেকে পাওয়া ঋণের টাকার অনেকটাই রাস্তা তৈরিতে খরচ করা হতে পারে।
শিল্প বিনিয়োগ টানতে বিদেশ সফর গিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যকে বিনিয়োগের জন্য প্রস্তুত করতে পরিকাঠামো উন্নয়নে জোর দিতে চাইছে রাজ্য সরকার। যে কারণে বিশ্ব ব্যাঙ্কের এই ঋণের মঞ্জুরি রাজ্যের কাজে অনেকটাই সুবিধে হবে বলে মনে করেছে প্রশাসনিক মহল।
Comments are closed.