পুজোর আর এক মাসও বাকি নেই। দুর্গাপুজো থেকেই শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরসুম। ব্যাপক মানুষের জনসমাগম ঘটবে উৎসবের দিনগুলো। এই সময়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। জানা গিয়েছে, উৎসবের দিনগুলোতে সাধারণ মানুষের জন্য একটি হেল্প লাইন নাম্বর চালু করতে যাচ্ছে রাজ্য সরকার।
প্রশাসনিক সূত্রে খবর, নবান্নেই খোলা হবে কন্ট্রোল রুম। জানা গিয়েছে, নবান্নে থাকা বিপর্যয় মোকাবিলা দফতরের জরুরি অপারেশন সেন্টারে এই কন্ট্রোল রুমটি খোলা হবে। মহালয়ার পরেই ০৩৩-২২১৪-৩৫২৬ হেল্পলাইন নম্বরটি চালু হতে পারে। লক্ষ্মী পুজোর পরের দিন পর্যন্ত হেল্প লাইন নম্বরটি চালু থাকবে। এরপর কালীপুজো, দীপাবলি উৎসব এবং ভাইফোঁটা উপলক্ষে ১২-১৬ নভেম্বর আবারও চালু করা হবে এই হেল্পলাইন নম্বরটি। এরপর ছটপুজো উপলক্ষ্যেও ফের নাম্বারটি চালু করা হবে। নবান্ন সূত্রে আরও খবর, কয়েকজন ডাব্লুবিসিএস অফিসার কন্ট্রোলরুমের দায়িত্বে থাকবেন।
Comments are closed.