নতুন করে আরও ৯ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে পেতে চলেছেন। নবান্ন সূত্রে খবর, পুজোর আগেই ওই ৯ লক্ষ আবেদনকারীর একাউন্টে পৌঁছে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। পুরো প্রক্রিয়াটা যাতে খুব দ্রুত সম্পূর্ণ হয়, সেই লক্ষ্যে কাজ শুরু করেছে অর্থ দফতর এবং সংশ্লিষ্ট অন্যান্য দফতর।
রাজ্যে বর্তমানে দেড় কোটিরও বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান। নবান্ন সূত্রে খবর, সেপ্টেম্বরে যে দুয়ার সরকার শিবির চলেছিল, তাতে করে আরও ৯ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন। ফলে খুব শীঘ্রই এই প্রকল্পে পরিষেবা প্রাপকের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে যেতে চলেছে।
উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, তাঁর সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরলে রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। ক্ষমতায় ফেরার দু’বছরের মধ্যেই প্রতিশ্রুতি রাখেন মুখ্যমন্ত্রী। অর্থ দফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে প্রাপকের সংখ্যা, ১ কোটি, ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩১ জন। নতুন করে ৯ লক্ষ যুক্ত হলে সংখ্যাটা দু কোটি ছাড়িয়ে যাবে। যা রীতিমতো রেকর্ড বলে অনেকে বলছেন।
Comments are closed.