লাগাতার ভারী বৃষ্টি, তার ওপরে ডিভিসি বুধবারও জল ছেড়েছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু এলাকা প্লাবিত। এদিকে উত্তরবঙ্গেও
সিকিমে বাঁধ ভেঙে পড়ায় ভয়াল রূপ ধারণ করেছে তিস্তাও। বিপর্যয়ের মুখে রাজ্যবাসীকে আশ্বস্ত করতে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিপর্যস্ত এলাকায় ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানো হয়েছে। সেই সঙ্গে নবান্নের তরফে একটি হেল্পলাইন নাম্বরও চালু করা হয়েছে। বিদ্যুৎ এবং স্বাস্থ্য দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
পুজোর মুখে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন ফের একবার নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। পায়ের চোট থাকায় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ব্যাপক বৃষ্টির কারণে জলধারাগুলো থেকে জল ছাড়া হচ্ছে। না হলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে ডিভিসিকে রাজ্যের তরফে অমুরোধ করা হয়েছে, কম জল ছাড়ার জন্য।
Comments are closed.