ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগকে পাকাপাকিভাবে রুখতে আরও কড়া পথে হাঁটতে চলেছে নবান্ন। জানা গিয়েছে, মশাবাহিত রোগের প্রকোপ কমাতে এরপর থেকে সারা বছরই অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে নবান্ন। সেই মতো পুজোর পরে বিস্তারিত গাইডাইল প্রকাশ করা হবে বলে খবর।
নবান্ন সূত্রে খবর, ডেঙ্গি ম্যালেরিয়ার বর্তমান পরিস্থিতি পরিচালনা করতে মঙ্গলবার রাজ্যের ১২৮টি পুরসভার সঙ্গে একটি জরুরি বৈঠক করবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এরপর বুধবারও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সব জেলার জেলাশাসক, প্রশাসনিক কর্তাদের সঙ্গে এনিয়ে একটি বৈঠক করবেন।
বর্তমানে ডেঙ্গি রুখতে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর এবং পুর দফতর। এছাড়াও ডেঙ্গির প্রকোপ বেশি এমন এলাকাগুলোর জন্য জারি হয়েছে কিছু বিশেষ নির্দেশিকা। জানা গিয়েছে, পুজোর পর আরও একগুচ্ছ নতুন নির্দেশিকা যোগ করে একটি বিশেষ গাইডলাইন প্রকাশ করা হবে। সব মিলিয়ে ডেঙ্গি রুখতে অত্যন্ত কড়া অবস্থান নিতে চলেছে রাজ্য সরকার।
Comments are closed.