হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই পুজোর ঢাকে কাঠি। বছরভর অপেক্ষার অবসান হতে চলেছে। আকাশে বাতাসে পুজোর গন্ধ। এই আবহে দেবীপক্ষের সূচনায় কেমন থাকবে আবহাওয়া? এ নিয়ে আগাম যা জানাল আবহাওয়া দফতর।
প্রতি বছরই পুজোয় কিছুটা বৃষ্টি হয়। এ বছর বর্ষার যা অবস্থা, তাতে করে আবার কবে বৃষ্টি শুরু হবে সেই আশঙ্কায় রাজ্যবাসী। এই অবস্থায় কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বাংলায় বর্ষার বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গ থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিতে শুরু করেছে। দেবীপক্ষের সূচনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া কার্যত শুষ্কই থাকবে। তবে তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়বে। যার জেরে গরমের অস্বস্তি থাকছে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
গত কয়েক দিন টানা বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের জেলাগুলো। প্রায় ৭টি জেলায় বন্যা পরিস্থিতি শুরু হয়। এই অবস্থায় পুজো কেমন যাবে, তা নিয়ে একটা আশঙ্কা ছিলই। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাসে কিছুটা স্বস্তি মিলেছে।
Comments are closed.