কবে থেকে পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী; যা জানাল তথ্য সংস্কৃত দফতর 

পায়ের চোটের কারণে বর্তমানে বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাড়ি থেকেই ভার্চুয়ালি প্রশাসনিক কাজকর্মের তদারকি করছেন। এই অবস্থায় এবারের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী থাকবেন কিনা, তা নিয়ে একটা সংশয় ছিল। তবে সে সংশয় দূর করল তথ্য ও সংস্কৃতি দফতর। জানা গিয়েছে, প্রতিবারের মতো এবারেও পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ ১২ অক্টোবর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। বৈঠক শেষে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী জেলার পুজোর উদ্বোধন করবেন। সূত্রের খবর, ২২টি জেলা থেকে অসংখ্য পুজো কমিটি উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে যোগাযোগ করেছেন। বৃহস্পতিবার জেলার প্রতিটি পুজোরই ভার্চুয়াল উদ্বোধন করবেন তৃণমূল সুপ্রিম। 

শহরের প্রায় সমস্ত বড় পুজোর উদ্বোধনও মুখ্যমন্ত্রীই করেন। মহালয়ার আগে এবং পরে নিজে উপস্থিত থেকে পুজোর উদ্বোধন করেন। তবে এবার পায়ের চোটের কারণে হয়তো সশরীরে পুজোর উদ্বোধন করতে পারবেন না। তবে শহরের বড় পুজোগুলোও ভার্চুয়ালি উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। 

Comments are closed.