ইতিমধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে সল্টলেক রুটে মেট্রো পরিষেবা শুরু হয়েছে। বাকি রয়েছে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত। মেট্রোর তরফে খবর বাকি অংশের কাজকে দু’ভাগে ভাগ করে শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এবং সব ঠিক ঠাক থাকলে খুব শীঘ্রই তা সম্পূর্ণ হবে।
ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রস্তাবিত রুটটির দৈর্ঘ্য ১৬.৫৫ কিলোমিটার। যার মধ্যে ইতিমধ্যেই ৯.৩০ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। জানা গিয়েছে,
চলতি বছর ডিসেম্বরে মাসের মধ্যে বাকি ৪.৮০ কিমি এবং আগামী বছর জুন মাসের মধ্যে অবশিষ্ট ২.৪৫ কিলোমিটার মেট্রোলাইনের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে কলকাতা মেট্রো। যে কারণে যুদ্ধকালীন তৎপরতায় শেষ মুহূর্তের কাজ চলছে।
ইস্ট ওয়েস্ট মেট্রো রুটের কাজ পুরো সম্পূর্ণ হলে, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। হাওড়া ময়দান থেকে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে সল্টলেক সেক্টর ফাইভ। তথ্য প্রযুক্তি কর্মীরা যার জন্য বিশেষভাবে উপকৃত হবেন।
Comments are closed.