দ্বিতীয়াতেই ভিড়ের রেকর্ড কলকাতায়; পুজোর শুরু শহরে 

মহালয়া থেকেই ঠাকুর দেখতে বেড়িয়েছেন অনেকে। শহরে বড় বড় প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় দেখা গিয়েছে। পুজো যত এগিয়ে আসছে পাল্লা দিয়ে বাড়ছে জনস্রোত। রবিবারও অসংখ্য মানুষ ঠাকুর দেখতে বেড়িয়েছেন। সোমবার অর্থাৎ দ্বিতীয়ার দিনও ভিড়ের নিরিখে কার্যত রেকর্ড গড়ল কলকাতা। 

জানা গিয়েছে, দ্বিতীয়ার সন্ধ্যাতেও কয়েক লক্ষ দর্শনার্থী কলকাতায় ঠাকুর দেখতে এসেছে। রাত যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে ভিড়। শহরের প্রায় প্রতিটি বড় পুজো প্যান্ডেলেই লক্ষ্য করার মতো জনসমাগম দেখা গিয়েছে।

মহালয়ার পর থেকেই শহরের বড় বড় পুজোগুলোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। উত্তর হোক বা দক্ষিণ প্রায় প্রতিটি বড় পুজো প্যান্ডেলই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এদিকে উত্তর কলকাতার অন্যতম বড় পুজো সন্তোষ মিত্র স্কয়ারের উদ্বোধন করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে পুজো এক প্রকার শুরু হয়ে গিয়েছে। 

পুজোর বাকি দিনগুলোর ভিড় এড়াতে অনেকেই তাই আগে বড় বড় প্যান্ডেলগুলো দেখে ফেলতে চাইছেন। যে কারণে আর পঞ্চমী ষষ্ঠী পর্যন্ত অপেক্ষা না করেই মানুষের ঢল নেমেছে রাস্তায় । 

Comments are closed.