পুজোয় মেতে রাজ্যবাসী। মহালয়ার পর থেকেই শহরের বড় পুজোগুলোতে উপচে পড়ছে ভিড়। দ্বিতীয়া থেকেই কলকাতায় দর্শনার্থীদের ঢল নেমেছে কার্যত। এই পরিস্থিতি ঠাকুর দেখতে বেরিয়ে ভাবছেন বড় বড় পুজোগুলো দেখতে যাবেন! অথচ কতটা ভিড় হয়েছে, কতক্ষণ লাইনে অপেক্ষা করতে হবে জানেন না। আপনার সমস্যার সমাধান করবে কলকাতা পুলিশ। দর্শনার্থীদের সুবিধেয় এবার অভিনব উদ্যোগ নিল লালবাজার।
কোন মণ্ডপে কত ভিড়, কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে, শহরের বড় পুজোগুলোর যাবতীয় তথ্য কলকাতা পুলিশ তাদের ফেসবুক পেজে দিচ্ছে। চতুর্থীর রাত থেকে ফেসবুক পেজে পুজো নিয়ে লাইভ আপডেট দিতে শুরু করেছে কলকাতা পুলিশ। আগামী এক সপ্তাহ এই তথ্য কলকাতা পুলিশের ফেসবুক পেজে ‘লাইভ’ পাওয়া যাবে।
প্রাথমিক ভাবে শহরের ১৬ থেকে ১৭টি পুজোর যাবতীয় তথ্য দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের ফেসবুক পেজে। উত্তর থেকে দক্ষিণ, পুজোর তালিকায় যে যে মণ্ডপগুলো রয়েছে সেগুলো হল, আহিরিটোলা সর্বজনীন, বাবু বাগান, বোসপুকুর তালবাগান, চেতলা অগ্রনী, কলেজ স্কোয়ার, দেশপ্রিয় পার্ক, একডালিয়া এভারগ্রিন, কুমোরটুলি পার্ক, মুদিয়ালি ক্লাব, নাকতলা উদয়ন সঙ্ঘ, সন্তোষ মিত্র স্কোয়ার, শিবমন্দির, সিংহী পার্ক, সুরুচি সঙ্ঘ, টালা প্রত্যয়, ত্রিধারা সম্মিলনী। পরে এই এই তালিকায় আরও কয়েকটি নাম যোগ হতে পারে বলে জানা যাচ্ছে।
Comments are closed.