পুজোয় চমক রাজ্যের; শহরের বনেদি বাড়ির পুজো ঘুরিয়ে দেখাচ্ছে পরিবহন দফতর 

পুজোয় বিশেষ চমক রাজ্য সরকারের। কলকাতার শতাধিক বছর পুরোনো বিনেদি বাড়ির পুজোগুলো ঘুরিয়ে দেখাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্যের পরিবহন দফতর। সপ্তমীর দিন বিশেষ এই পরিষেবার উদ্বোধন করলেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। 

কলকাতার বড় পুজোর পাশাপাশি অন্যতম আকর্ষণ বনেদি বাড়ির পুজোগুলো। এবার সেই পুজোগুলোই ঘুরিয়ে দেখাবে রাজ্য সরকার। সপ্তমী, অষ্টমী এবং নবমী দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ এই পুজো পরিক্রমা। পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা অবধি চলবে বনেদি বাড়ির পুজো পরিক্রমা। এক্ষেত্রে রবীন্দ্রসদন চত্বর থেকে ছাড়বে বাস। ঘুরিয়ে দেখানো হবে খেলাত ঘোষ বাড়ি, শোভাবাজার রাজ বাড়ি, ছাতুবাবু লাটুবাবুর বাড়ি, চন্দ্র বাড়ি, রানি রাসমণির বাড়ি, ঠনঠনিয়া দত্ত বাড়ি এবং জোড়াসাঁকো দাঁ বাড়ি। জানা গিয়েছে সকালের জল খাবার সমেত বিশেষ এই পরিষেবার জন্য মাথাপিছু খরচ হবে ১,৯৯৯ টাকা। 

Comments are closed.