কয়েক মাস আগের স্মৃতি ফিরে এল। ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা এখন দেশজুড়ে চর্চায়। এরই মাঝে বিশাখাপত্তনমে ট্রেন দুর্ঘটনায় ২ প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে মৃত্যু হল অন্তত ১৩ জনের। আহতের সংখ্যা এখনও পর্যন্ত ৫০। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
জানা গিয়েছে, কণ্টকাপল্লির কাছে রায়গড়া প্যাসেঞ্জারের পিছনে সজোরে ধাক্কা মারে বিশাখাপত্তনম-পলাসা প্যাসেঞ্জার ট্রেনটি। আর যার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার নেপথ্যের কারণ ভাবাচ্ছে রেল কর্তৃপক্ষকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চালকের ভুলের জন্যই এমনটা হয়েছে। বিশাখাপত্তনম-রায়গড়া প্যাসেঞ্জার ট্রেনটি সিগন্যাল না মেনেই এগিয়ে গিয়েছিল। যেখান থেকেই এই বিপত্তি। জোরকদমে শুরু হয়েছে উদ্ধার কাজ।
ঘটনার পরেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনা নিয়ে বিস্তারিত খবর নিয়েছেন। ইতিমধ্যেই ট্রেন দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্র। জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে রেলের তরফেও মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের পরিবার পিছু ২ লক্ষ এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
Comments are closed.