শীতের পথে বাঁধা পশ্চিমী ঝঞ্জা; নভেম্বরের শুরুতে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস কয়েকটি জেলায়

পুজোর পর থেকেই তাপমাত্রা নামতে শুরু করেছিল দক্ষিণবঙ্গে। কয়েকটি জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রিতেও পৌঁছে গিয়েছিল। তবে হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই, নভেম্বরে তাপমাত্রা ফের বাড়বে। সেই মতোই নভেম্বরের শুরুতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রা। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্জার কারণে শীত আটকে। জেলায় জেলায় শীতের আমেজ কিছুটা কমেছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে দুপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে কয়েকটি জেলায় বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভবনা থাকছে এই দুদিন। উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভবনা থাকছে। 

যদিও হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা বাড়লেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অস্বস্তি ফিরে আসবে। বৃষ্টির পর মেঘ কেটে গেলে, জাঁকিয়ে শীত পড়বে। 

Comments are closed.