পুজোয় লক্ষ্মীলাভের রেকর্ড গড়ল শিয়ালদহ ডিভিশন, হাওড়ার রোজগারেও চোখ কপালে উঠবে

দোরগোড়ায় কালী পুজো। পুরোদমে উৎসবের মেজাজে বাঙালি। দূর্গা পুজো শেষ হলেও তার রেশ এখনও টাটকা। এই অবস্থায়, পুজোর ক’দিন ট্রেন থেকে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনের কত রোজগার হয়েছে, এবার সে সম্পর্কে তথ্য দিল রেল। যা একপ্রকার চমকপ্রদ। 

কলকাতার দুর্গাপুজো নিয়ে বাঙালির আবেগ এক অন্য মাত্রায় রয়েছে। সাবেকিয়ানা থেকে শুরু করে থিম পুজো, দুই মিলিয়ে কলকাতার পুজো অনন্য। তাই প্রতি বছরই শহরতলি তো বটেই, মফস্বল এমনকী গ্রাম থেকেও অসংখ্য মানুষ আসেন কলকাতার পুজো দেখতে। আর এদের মধ্যে সিংহভাগই আসেন ট্রেনে। রেল সূত্রে জানা গিয়েছে, এবছর চতুর্থী থেকে দশমী পর্যন্ত হাওড়া ডিভিশনে রেলের আয় হয়েছে ১০ কোটি ৩০ লক্ষ টাকা। যা এক কথায় রেকর্ড। জানা গিয়েছে, মোট ৫৭ লক্ষ যাত্রী এই কয়েকদিন ট্রেনে যাতায়াত করেছেন এই রুটে। 

এদিকে পুজোর রোজগারের নিরিখে হাওড়া ডিভিশনকে পেছনে ফেলে দিয়েছে শিয়ালদহ ডিভিশন। পুজোর সময় শিয়ালদহ ডিভিশন থেকে রেলের আয় হয়েছে ১০ কোটি ৯৯ লক্ষ ৬৩ হাজার টাকা। রেলের দাবি, এটা এক প্রকার রেকর্ড রোজগার। স্বাভাবিকভাবেই এই রোজগারে খুশি রেল কর্তৃপক্ষও। 

Comments are closed.