বুধবার মন্ত্রিসভার বৈঠক, শেষে কালীপুজোর উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী 

এ বছর শুধু জেলারই প্রায় ১২০০ দুর্গাপুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। পায়ের চোটের কারণে ভার্চুয়ালিই এ বছর দুর্গাপুজোর উদ্বোধন করেছেন। তবে বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সশরীরে কয়েকটি পুজো মণ্ডপে উপস্থিত থেকে কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তেমনটাই খবর। 

জানা গিয়েছে, বুধবার থেকে কালীপুজোর উদ্বোধন শুরু করবেন তিনি। নবান্ন সূত্রে খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠক রয়েছে। বৈঠক শেষ করেই কলকাতার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তালিকায় রয়েছে, হরিশ মুখার্জি স্ট্রিটের ভেনাস ক্লাবের পুজো। এছাড়াও কয়েকটি পুজোর উদ্বোধন করার কথা তাঁর। 

এদিকে বুধবার মন্ত্রিসভার বৈঠকের দিকেও রাজনৈতিক মহলের নজর রয়েছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বুধবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে অনেকে মনে করছে। মন্ত্রিসভার বৈঠক থেকে নতুন কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেও নজর রয়েছে বিভিন্ন মহলের। 

Comments are closed.