এদিকে হাওড়া ময়দান পর্যন্ত লাইন পাতার কাজ শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্তও মেট্রো চলছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ কাজ শেষ হওয়ার মাঝে বাধা ছিল বৌবাজারের অংশটা নিয়ে। মেট্রো সূত্র খবর, বৌবাজার অংশের সমস্যা মিটে গিয়েছে। সব ঠিক থাকলে আগামী বছর জুন মাসের মধ্যেই ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা পুরোদমে শুরু হয়ে যাবে।
ইস্ট ওয়েস্ট রুটের হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান আগেই হয়েছে। গঙ্গার তলা দিয়ে নির্বিঘ্নে মেট্রো চলছে। খুব শীঘ্রই সাধারণের জন্যও সেই রুট খুলে দেওয়া হবে। অন্যদিকে শিয়ালদহ সেক্টর ফাইভ রুটে অনেক দিন পরিষেবা চালু হয়ে গিয়েছে। কিন্তু শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে কাজ এগিয়ে নিয়ে যেতে গিয়েই সমস্যার মুখে পড়তে হচ্ছিল। মাটির তলা দিয়ে সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে বেশ কয়েকবার ধস নামে। একাধিক বাড়িতে ফাটল দেখা যায়। এই অবস্থায়, ওই অংশের কাজ মাঝে দীর্ঘ দিন বন্ধ রাখা হয়েছিল। শেষমেষ ওই অংশের সমস্যা মিটেছে। যার জেরেই আর কয়েক মাসের মধ্যেই বহু প্রতিক্ষীত ইস্ট ওয়েস্ট রুটের মেট্রোর কাজ দ্রুত শেষ হবে।
Comments are closed.