অনেকেই মাতৃ ভাষা বা ইংরেজি, হিন্দি ছাড়াও নানান ভাষা শিখতে চান। এবার সেই সুযোগ দিচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের তরফে একটি বিশেষ কোর্স চালু করা হচ্ছে। যেখানে একাধিক ভাষা শিখতে পারবেন আগ্রহীরা। বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আরবি, চিনা, ইংরেজি, ফরাসি, কার্যকরী বাংলা, জার্মান, হিন্দি, ইতালীয়, জাপানি, রুশ, সংস্কৃত, সাঁওতালি, স্প্যানিশ, তামিল, তিব্বতি, উর্দু ভাষা শেখানোর একটি বিশেষ কোর্স করানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কোর্সগুলো হবে একটি ছয় মাসের লেভেল ওয়ান সার্টিফিকেট কোর্স। শনি এবং রবিবার-সহ সপ্তাহে দু’দিন ক্লাস হবে বেলা অথবা সন্ধ্যার দিক করে। আগামী বছর জানুয়ারি মাস থেকে কোর্সগুলো হবে।
ইংরেজি এবং বিদেশি ভাষা পড়ার জন্য কোর্স ফি দিতে হবে ৩ হাজার টাকা করে। সেখানে ভারতীয় ভাষার ক্ষেত্রে কোর্স ফি দিতে হবে ২,৩০০ টাকা করে। কার্যকরী বাংলা, ইংরেজি, সাঁওতালি ভাষার কোর্স করার জন্য মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। সেখানে বাকি ভাষার জন্য উচ্চ মাধ্যমিক পাস করলে হবে।
Comments are closed.