শতাব্দী প্রাচীন কলকাতার স্কটিশ চার্চ স্কুলে এবার ভর্তি হতে পারবে মেয়েরাও; যা জানাল কর্তৃপক্ষ 

১৮৩০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্কটিশ চার্চ স্কুল। উত্তর কলকাতার এই শিক্ষা প্রতিষ্ঠান রাজ্য তো বটেই দেশের মধ্যেও অন্যতম প্রাচীন একটি স্কুল। এই স্কুলের প্রাক্তনীদের তালিকায় রয়েছে একাধিক বিশিষ্ঠ নাম। ১৯৩ বছরের পুরনো এই স্কুলে এতদিন শুধু ছেলেরাই পড়াশোনা করতে পারতো। তবে এবার থেকে এখানে  ছাত্রীরাও ভর্তি হতে পারবে। সম্প্রতি স্কুল কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে। 

২০২৪ শিক্ষাবর্ষ থেকে বিধান সরণির ওই স্কুলের প্রধান ক্যাম্পাসে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে ছাত্রীরাও। দীর্ঘ দিন ধরেই একটি দাবি ছিল, কলকাতার এই ঐতিহ্যবাহী স্কুলে কেন মেয়েরাও পড়াশোনার সুযোগ পাবে না। সেই মতোই কর্তৃপক্ষ বৈঠকে বসে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী বছরের নতুন শিক্ষাবর্ষ থেকে ছাত্রীরাও ভর্তি হতে পারবেন। 

সেই সঙ্গে স্কুল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উত্তর কলকাতার ডাফ স্ট্রিটে প্রাথমিক এবং প্রাক্‌ প্রাথমিক স্কুলও চালু করতে চলেছে শতাব্দীপ্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে আগামী শিক্ষাবর্ষ থেকে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও ভর্তি হতে পারবে। 

Comments are closed.