মোমেনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ চলছে। ওই কাজের জন্য ৭০০ গাছ কাটার কথা। তবে শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, মেট্রোর কাজের জন্য নতুন করে ময়দান এলাকায় কোনও গাছ কাটা যাবে না। এদিন প্রধান বিচারপতি
টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ জানায়, এই মামলায় কেন্দ্রের পরিবেশ মন্ত্রকের বক্তব্য শুনতে চায় আদালত। একই সঙ্গে রাজ্যের বন দফতরকেও এই মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর।
মেট্রোর কাজ করছে যে সংস্থা সেই রেল বিকাশ নিগম এদিন হাইকোর্টে জানায়, আদালতের নির্দেশের কারণে মেট্রোর কাজ আটকে রয়েছে। প্রকল্পের অগ্রগতি হচ্ছে না। পাল্টা এদিন প্রধান বিচারপতি বলেন, কোর্ট এই প্রকল্পের বিরুদ্ধে নয়। মেট্রো এখন আর বিলাসিতা নয়। এটি একটি প্রয়োজনীয় মাধ্যম। গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল নিয়ে আমরা সবাই গর্বিত। এটি একটি অন্তবর্তী নির্দেশ। সব পক্ষের বক্তব্য শুনে তবেই সিদ্ধান্ত নেবে হাইকোর্ট।
Comments are closed.