উৎসবের মরশুম শেষ হতেই কিছুটা কমল গ্যাসের দাম। বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় কমেছে ৫৭ টাকা ৫০ পয়সা। চারটি শহরে এই দাম কমেছে। নতুন দাম লাগু হবে ১৬ নভেম্বর থেকে।
দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, এই চারটি শহরে আগামী ১৬ নভেম্বর থেকে বাণিজ্যিক গ্যাসের নতুন দাম ধার্য হবে। নতুন দাম ধার্য হওয়ার পর দিল্লিতে ১৯ কেজি রান্নার বাণিজ্যিক গ্যাসের দাম হবে ১৭৭৫.৫ টাকা, কলকাতায় দাম ১৮৮৫.৫ টাকা, মুম্বইয়ে দাম ১৭২৮ টাকা, চেন্নাইয়ে দাম ১৯৪২.৫ টাকা। যদিও বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমার কারণে সেই অর্থে সাধারণ মানুষের স্বস্তি মেলার কথা নেই। কারণ বাড়িতে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে।
উল্লেখ্য, দীপাবলির আগেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় ১০০ টাকা করে বেড়েছিল। উৎসবের মরশুম মিটতেই ফের একবার দাম কমতে চলেছে।
Comments are closed.