কলকাতায় এতদিন উবের ক্যাব মিলত। ক্যাবের পাশাপশি এবার বাস পরিষেবা শুরু করবে উবের। এ নিয়ে ইতিমধ্যেই উবেরের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে রাজ্যের পরিবহন দফতরের। বাণিজ্য সম্মেলনেই এই মউ স্বাক্ষরিত হয়েছে।
জানা গিয়েছে, মোট ৬০টি বাস নামাবে উবের। প্রতিটি বাসে ৩০ জন করে বসতে পারবেন। সকাল ৬টা থেকে পরিষেবা শুরু হবে চলবে রাত ১০টা পর্যন্ত। ক্যাবের মতোই এপের মাধ্যমে বাসগুলো বুক করা যাবে। তবে সূত্রের খবর, এখনই এই পরিষেবা শুরু হচ্ছে না। পরিষেবা শুরু হতে হতে ২০২৪ সালের মার্চ মাস। ২০১৫ সালের মধ্যেই পশ্চিমবঙ্গে বড় অঙ্কের বিনিয়োগ করবে উবের, এমনটা জানা গিয়েছে।
প্রসঙ্গত বর্তমানে সল্টলেক, সেক্টর ফাইভ অফিস যেতে অনেকেই স্যাটেল ট্যাক্সি বুক করে। এতে করে গাড়ি ভাড়াটা সাধ্যের মধ্যে থাকে, আবার দ্রুত গন্তব্যেও পৌঁছানো যায়। এবার অনেকটা সেই ধাঁচেই স্যাটেল বাস চালাবে উবের।
Comments are closed.