একাধিক বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে সম্মত হয়েছি। সোমবার রাজভবনে বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন বিকেল ৫টা নাগাদ রাজভবনে যান মুখ্যমন্ত্রী। প্রায় এক ঘন্টা ছিলেন সেখানে। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর প্রাথমিক প্রতিক্রিয়া, বৈঠক ভালো হয়েছে। আলোচনা ফলপ্রসূ।
বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে নবান্নের সংঘাতের আবহ তৈরি হয়। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্যসরকার। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত নাম নিয়ে চূড়ান্ত খসড়া তৈরি করতে আইনজীবীদের বৈঠকে বসার নির্দেশ দেয় শীর্ষ আদালত। এই আবহে সোমবার বিকেলে রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রী বলেন, অনেকে বলেন রাজ্যের সঙ্গে রাজ্যপালের দ্বন্দ রয়েছে, এটা ঠিক নয়। উপচার্য নিয়োগ নিয়ে আমাদের মধ্যে কোনও ভেদ নেই। শেষে মুখ্যমন্ত্রী জানান, প্রায় ১ ঘণ্টা আলোচনা হয়েছে। বৈঠক ভালো আর ফলপ্রসূ হয়েছে।
Comments are closed.