হাতে আর মাত্র ৬ মাস। তার পরেই বাতিল হয়ে যেতে পারে কলকাতার একাধিক রুটের বেসরকারি বাস। যার ফলে রাস্তায় বেরিয়ে ভোগান্তির মুখে পড়তে পারেন নিত্য যাত্রীরা। এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
বাস মালিকদের তরফে জানা যাচ্ছে, আগামী বছর ৩১ জুলাইয়ের মধ্যে শহরের কার্যত অর্ধেক বাসের বয়েস ১৫ বছর উত্তীর্ণ হয়ে যাবে। এদিকে আদালতের নির্দেশ রয়েছে, ১৫ বছর উত্তীর্ণ হয়ে গেলে সেই বাস আর চালানো যাবে না।
পরিবহন দফতর সূত্রে খবর, কলকাতা শহরে বর্তমানে ৫ হাজারের মতো বেসরকারি বাস চলে। এদিকে নতুন বাস চালাতে এই মুহূর্তে ৩০ লক্ষ্য মতো খরচ হবে। মাঝে করোনা পর্ব, তার ওপরে পরিবহন ব্যবসার যা অবস্থা তাতে অনেক বাস মালিকই রাস্তায় নতুন বাস নামাতে পারবে না বলে বাস মালিকদের সংগঠন সূত্রে খবর। সব মিলিয়ে বাস মালিকদের পাশাপশি ভোগান্তির মুখে পড়বেন নিত্য যাত্রীরাও।
Comments are closed.