প্রতি দিন গড়ে এক লক্ষ রোগী দেখা হচ্ছে শুধু অনলাইনে! চালু হওয়ার তিন বছরে রীতিমতো চমক দিল রাজ্য স্বাস্থ্য দফতরের টেলিমেডিসিন পরিষেবা ‘স্বাস্থ্যইঙ্গিত’। তামিলনাড়ু, কর্ণাটক, কেরলের মতো স্বাস্থ্যে অগ্রণী দক্ষিণী রাজ্যগুলিকে টপকে দৈনিক টেলিমেডিসিনে ডাক্তার দেখানোর কেন্দ্রীয় সরকারি প্রকল্প ‘ই সঞ্জীবনী’তে বাংলাই এখন দেশের মধ্যে শীর্ষে।
২০২১ সালে বাংলায় এই প্রকল্প শুরু হয়। এ বছরের জুন মাস পর্যন্ত পরিষেবা পেয়েছেন ৪ কোটি ৪ লাখেরও বেশি মানুষ। নবান্ন সূত্রের খবর, বাংলায় এখন ১০ হাজারের বেশি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র থেকে এই পরিষেবা মিলছে।
স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, বাংলার মহিলাদের মধ্যে স্বাস্থ্যইঙ্গিতে ভালো সাড়া মিলছে। সুবিধাভোগীদের ৬৩ শতাংশই মহিলা। জুন মাসের পরিসংখ্যান অনুযায়ী, টেলিমেডিসিনে ডাক্তার দেখানোয় শীর্ষে রয়েছে রামপুরহাট, মুর্শিদাবাদ, কালিম্পং এবং পূর্ব বর্ধমান। ২২ শতাংশ পারফরমেন্স বেড়েছে রামপুরহাটের। স্বাস্থ্য দফতর জানাচ্ছে, ৩৬-৫৯ বছর বয়সি মানুষ সবচেয়ে বেশি স্বাস্থ্যইঙ্গিতে পরামর্শ নিচ্ছেন।
Comments are closed.