লাগাতার খুচরো মুদ্রাস্ফীতি বৃদ্ধির মধ্যেই দেশে এবার লাফিয়ে বাড়ছে পাইকারি মুদ্রাস্ফীতির হারও। সরকারি পরিসংখ্যান অনুসারে, অক্টোবরে পাইকারি মুদ্রাস্ফীতির হার চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রকাশিত তথ্য অনুসারে, দেশে অক্টোবরে পাইকারি মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২.৩৬ শতাংশ।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খাদ্যদ্রব্য, বিশেষ করে সবজি ও উৎপাদিত পণ্যের দাম বৃদ্ধির জেরেই অক্টোবরে রকেটের গতিতে উপরে উঠেছে পাইকারি মুদ্রাস্ফীতির হার। ২০২৪ সালের সেপ্টেম্বরে এই হার ছিল ১.৮৪ শতাংশ। সরকারি রিপোর্ট অনুসারে, সেপ্টেম্বর মাসে দেশে খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতির হার ছিল ১১.৫৩ শতাংশ। যেখানে অক্টোবরে এই হার বেড়ে হয়েছে ১৩.৫৪ শতাংশ।
সবজির দাম বেড়েছে সবচেয়ে বেশি
সবজির ক্ষেত্রে অক্টোবরে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬৩.০৪ শতাংশ। যেখানে সেপ্টেম্বরে এই হার ছিল ৪৮.৭৩ শতাংশ।
অক্টোবরে আলু ও পেঁয়াজের মুদ্রাস্ফীতি যথাক্রমে ৭৮.৭৩ শতাংশ এবং ৩৯.২৫ শতাংশ রেকর্ড হয়েছে। আবার পুজোর মাসে জ্বালানি ও বিদ্যুতের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ৫.৭৯ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাস অর্থাৎ সেপ্টেম্বরে ছিল ৪.০৫ শতাংশ।
দেশে খুচরো মুদ্রাস্ফীতিও কিন্তু লাফিয়ে বাড়ছে। এই সপ্তাহের শুরুতে প্রকাশিত কনজিউমার প্রাইস ইনডেক্সের তথ্য অনুযায়ী, খাদ্যদ্রব্যের ব্যাপক দাম বৃদ্ধির কারণে খুচরো মুদ্রাস্ফীতি ১৪ মাসের সর্বোচ্চ ৬.২১ শতাংশে পৌঁছেছে। এই পরিসংখ্যান আরবিআই-এর নির্ধারিত সীমার চেয়ে বেশি।
Comments are closed.