বাসের রেষারেষি বন্ধ করতে চালক এবং কন্ডাক্টরদের কমিশন প্রথা তুলে দিতে চায় রাজ্য। দু’দিন আগেই বাসের রেষারেষিতে সল্টলেকে প্রাণ হারিয়েছে এক স্কুলপড়ুয়া। ওই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে রাজ্যের পরিবহণমন্ত্রীকে ফোন করে বৈঠক করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠক হল সল্টলেকে।
মিটিংয়ে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, বেতনের বদলে চালকদের কমিশন দেওয়া হয়। সেই প্রথার জেরে বেশি রোজগারের আশায় বহু চালক রেষারেষি করছেন। তাতে দুর্ঘটনাও ঘটছে। তাই এবার এই পুরনো প্রথা তুলে দেবে রাজ্য। দুর্ঘটনা রুখতে ট্রাফিক আইন নিয়েও আরও কড়া হচ্ছে নবান্ন। দুর্ঘটনায় মৃত্যু হলে এবার থেকে বাস চালকদের বিরুদ্ধে সরাসরি খুনের মামলা রুজু করা হবে।
মঙ্গলবার মায়ের সঙ্গে স্কুটারে স্কুল থেকে বাড়ি ফেরার পর পথে সল্টলেক ২ নম্বর গেটে বাসের ধাক্কায় এক চতুর্থ শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় দুটি বাসের চালককেই গ্রেপ্তার করা হয়েছে। এদিন সল্টলেকে নগরোন্নয়ন দপ্তরে ওই বৈঠক হয়। সেখানে পরিবহণ দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং কলকাতা, সল্টলেক এবং রাজ্য পুলিশের শীর্ষ অফিসাররা উপস্থিত ছিলেন। ছিলেন বাস মালিক সংগঠনের প্রতিনিধিরাও।
মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, বেপরোয়াভাবে বাস চালাতে এবার আমরা কড়া ব্যবস্থা নেব। চালকরা যাতে নিরাপদে বাস চালান, তা মালিকদেরও খেয়াল রাখতে হবে। কমিশন প্রথা চলছে। তার জেরে বহু বাস চালক ওভারটেক এবং রেষারেষি করেন। তাই আমরা রাজ্যের প্রস্তাব জানিয়ে দিয়েছি যে, এই কমিশন প্রথা বন্ধ করতে হবে।
Comments are closed.