বাংলাদেশের ঘটনা দুর্ভাগ্যজনক, কেন্দ্রের পাশে তৃণমূল, বললেন অভিষেক

বাংলাদেশের ঘটনাকে দুর্ভাগ্যজনক বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বাংলাদেশ ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন নাকচের পর অগ্নিগর্ভ বাংলাদেশ। ঢাকা, রংপুর, চট্টগ্রামে আগুন জ্বলছে। পথে নেমে প্রতিবাদ দেখাচ্ছেন সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ইতিমধ্যেই ভারত সরকার এ নিয়ে কড়া বিবৃতি দিয়েছে। বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বুধবার দিল্লি থেকে এ নিয়ে প্রতিক্রিয়া দেন। বাংলাদেশের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ ও ‘নিন্দনীয়’ বলে মন্তব্য করেন তিনি। স্পষ্ট জানান, যে কোনও আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্রের অবস্থানকে সমর্থন জানাবে তৃণমূল।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশ নিয়ে বলাটা আন্তর্জাতিক বিষয়। আন্তর্জাতিক বিষয় মানেই কেন্দ্রীয় সরকারের বিষয়। আমরা তো বারবারই আমাদের অবস্থান স্পষ্ট করেছি। কোনও আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্র যে অবস্থান নেবে, দেশের স্বার্থে দলগত ভাবে তৃণমূল কংগ্রেস তা সমর্থন করবে।

Comments are closed.